ভর্তির জন্য আবেদন :
উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ভর্তির আবেদন অনলাইনে করতে হয়। এছাড়া অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ভর্তির আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তার সাথে সত্যায়িত কাগজপত্রাদি ও ছবি যথাসময়ে কলেজ অফিসে জমা দেয়ার সময় লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হয়।
ক) প্রশংসাপত্র : এইচ.এস.সি. শ্রেণিতে ভর্তির জন্য এস.এস.সি. পাশের প্রশংসাপত্র, স্নাতক (পাস ও সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য এস.এস.সি. ও এইচ.এস.সি. পাশের প্রশংসাপত্র, মাস্টার্স ১ম পর্বে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি. ও স্নাতক (পাস) পাশের প্রশংসাপত্র এবং মাস্টার্স ২য় পর্বে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি., স্নাতক (পাস ও সম্মান) এবং মাস্টার্স ১ম পর্ব পাশের প্রশংসাপত্র।
খ) মার্কশীট : এইচ.এস.সি. শ্রেণিতে ভর্তির জন্য এস.এস.সি.-এর ট্রান্সক্রিপ্ট, স্নাতক (পাস ও সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য এস.এস.সি. ও এইচ.এস.সি.-এর মার্কশীট এবং মাস্টার্স ১ম পর্বে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি. ও স্নাতক (পাস) পাশের মার্কশীট এবং মাস্টার্স ২য় পর্বে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি., স্নাতক (পাস ও সম্মান) এবং মাস্টার্স ১ম পর্ব পাশের মার্কশীট।
গ) ছবি : চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
ঘ) রেজিস্ট্রেশন কার্ড : এইচ.এস.সি. শ্রেণিতে ভর্তির জন্য এস.এস.সি. পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, স্নাতক (পাস ও সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য এস.এস.সি. ও এইচ.এস.সি. পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, মাস্টার্স ১ম পর্বে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি. ও স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং মাস্টার্স ২য় পর্বে ভর্তির জন্য এস.এস.সি., এইচ.এস.সি., স্নাতক পাস/সম্মান এবং মাস্টার্স ১ম পর্বের রেজিস্ট্রেশন কার্ড।