অনুন্নত এলাকার শিক্ষা বিস্তারের মহতী লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণ জনপদের শিক্ষা বিস্তারের অগ্রনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিমান বাংলাদেশ এয়ার লাইণ্সের মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান তার স্থানীয় সহযোদ্ধাদের নিয়ে ১৯৮৭ ইং সালে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ, বামনা,বরগুনা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ গভণিংবডির যৌথ প্রয়াসে সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ চালু রয়েছে। এছাড়া স্নাতক(পাস) কোর্সে বিএ, বি এস এস, বিবিএস ও বিএসসি শাখা চালু রয়েছে। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা ১১৫৪ জন । এইচ এস সি ও ডিগ্রী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। ফলে এই অঞ্চলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই কলেজের প্রতি ক্রমেই আকৃষ্ট হচ্ছে।
আমি আশা করি অতীতের মত আগামী দিনেও এই কলেজটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে।